কুষ্টিয়া চিনিকল গেটে চাষিদের সঙ্গে বিএনপির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

চার বছর আখ মাড়াই কার্যক্রম বন্ধ থাকার পর কুষ্টিয়া সুগার মিলে পুনরায় আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ উপলক্ষ্যে কুষ্টিয়া চিনিকল প্রধান গেটে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে আখমাড়াই কার্যক্রম চালুকরণ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বক্তব্য দেন, আলম হোসেন মালিথা, জাহিদুল ইসলাম বিপ্লব, আব্দুল মাজেদ, আব্দুল হাকিম মাসুদ, আবু তালেব, আসাদুজ্জামান শিপন, এমদাদুল হক ইমতিয়াজসহ কুষ্টিয়া ও মিরপুর উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।

জাকির হোসেন সরকার বলেন, আওয়ামী লীগ সরকার কলকারখানা বন্ধ করে দেশ ধ্বংস করে দিয়েছে। বিএনপি ওই সব ধ্বংস কলকারখানা চালুর উদ্যোগ গ্রহণ করার জন্য বর্তমান সরকারকে প্রস্তাব দেয়ায় সরকার জগতি চিনিকল চালুর পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, কৃষকরা যদি আখের আবাদ বৃদ্ধি করতে পারে এবং বেশি বেশি করে জমিতে আখমাড়াই করে তা হলে এই মিল চালু করে দেশে চিনির চাহিদা পূরণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *