বাংলাদেশের খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক :

 

এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

 

বাফুফের একটি ছোট্ট ভিডিও বার্তায় হামজা বলেন, ‘হাই, আমি হামজা। আমি সবকিছুর জন্য খুবই খুশি। বাংলাদেশের হয়ে খেলার তর সইছে না। আশা করছি, দ্রুতই দেখা হবে।’

 

হামজার বাংলাদেশ দলে খেলতে পারার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার ক্লাব লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছে।

 

বাফুফে বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

 

২৭ বছর বয়সী হামজার ছবি পোস্ট করে লেস্টার সিটি লিখেছে, হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের।

 

প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ে খেলা প্রথম ফুটবলার হিসেবে হামজা এখন বাংলাদেশের জার্সি পরার অপেক্ষায় আছেন। হামজা চৌধুরীর বাবা বাংলাদেশি। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তবে তার মা গ্রানাডার। হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।

 

যে কারণে তার ইংল্যান্ড, বাংলাদেশ ও গ্রানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও দেখেছেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব থাকলেও ইংল্যান্ডের অপেক্ষায় ছিলেন তিনি। তবে হামজা বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর কিছু জটিলতা দেখা যায়। যেহেতু তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন তাই ফিফার ফুটবল ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *