দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ৫৩০ গ্রাম কোকেন ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ৫৪ হাজার টাকা।
১৮ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ১৫৩/১০-এস সীমান্ত পিলার হতে দেড় (১.৫) কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে তালতলা ঘাট নামক স্থানে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র নির্দেশায় আশ্রয়ণ বিওপি’র নায়েব সুবেদার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে বিজিবি’র টহল দল রামকৃষ্ণপুর ইউনিয়নের তালতলা ঘাটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এ সময় মালিক বিহীন অবস্থায় ভারতীয় ৫৩০ গ্রাম কোকেন ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক সিজার ২৬ লক্ষ ৫৪ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। মাদক উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানা জিডি করা হয়েছে।