কুষ্টিয়ার দৌলতপুরে ক্লাবের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে ক্লাবের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

সংঘর্ষে একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫) আহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাগপুর বাজারে আলাপনি ক্লাবের কমিটি নিয়ে প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন আজম ও সাবেক মেম্বার তাহাজ উদ্দিনের লোকজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের লোকজন ধাওয়া পালটা ধাওয়া হলে প্রাগপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রাগপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চালিয়ে যায়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে নিজাম উদ্দিন নামে একজন আহত হোন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

 

সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, প্রাগপুর বাজারে একটি ক্লাবের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *