দৌলতপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে মাদকসহ নানা অপরাধমুলক কর্মকান্ড মুক্ত এবং থানাকে সাধারন মানুষের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল করতে পুলিশের সাথে এক হয়ে কাজ করতে ঐক্যমত পোষন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

‘নিরাপত্তায় আস্থার ঠিকানা’ শ্লোগান নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ এর অনুষ্ঠানে এ ঐক্যমত ঘোষনা করেন। অনুষ্ঠানে প্রাধন অতিথি ছিলেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুণী। দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, জামিরুল ইসলাম বাবু, সমাজসেবক শহিদুল ইসলাম হালসানা, সাংবাদিক আহমেদ রাজু, খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ প্রমুখ।

সভায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুণী জনপ্রতিনিধিসহ সকলের কথা মনোযোগ সহকারে শুনেন ও তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় প্রধান অতিথি এসএম আল বেরুনী বলেন, পুশি জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তায় পুলিশ সদা প্রস্তুত। এ উপজেলার অন্যতম সমস্যা মাদক। উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক দিনে দৌলতপুর থানা পুলিশ মাদকের বড় বড় চালান সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সকলের সহযোগিতা পেলে দৌলতপুর থেকে মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডকে রোধ করা সম্ভব হবে।

দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, সাধারন মানুষ যেন থানাকে নিরাপত্তায় আস্থার ঠিকানা মনে করেন। থানাকে মানুষের আস্থার ঠিকানা তৈরী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় দৌলতপুর উপজেলায় মাদকের প্রতি পুলিশের কঠোর অবস্থানের প্রশংসা করেন বক্তারা। এ সময় দৌলতপুর থানার ইনপেক্টর (তদন্ত) নিশিকান্ত, উপ-পরিদর্শক রাজিব রায়হান, আমিরুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *