অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। ২৯ ডিসেম্বরের পর দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে, ৮.৯ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।