২০২৫ সালে শনিবার স্কুল বন্ধ থাকবে কিনা, জানাল শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :

 

২০২৫ সালে শনিবার স্কুল খোলা থাকবে কিনা বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে অনুসারে আগামী বছরের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি বহাল থাকার কথা জানানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় ৭৬ দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুইদিন ছুটি থাকবে বলে জানানো হয়ে। সেখানে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকবে। 

শিক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এ ছুটির বাইরেও ২০২৫ সালে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *