
ডিপি ডেস্ক :
পঞ্চগড় সদর উপজেলার সিংরোড সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে হৃদয় মিঞা (১৩) নামে এক ভারতীয় যুবকে আটক করেছে বিজিবি।
সোমবার রাত সাড়ে এগারোটার দিকে সিংরোড বিওপির টলহরত সদস্যরা তাকে আটক করে। আটক যুবক হৃদয় ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের পুত্র।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার রাতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দেয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আটক হৃদয় মিঞা ৫৬ বিজিবির অধীনস্থ সিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬৭/৮ এস সংলগ্ন এলাকা দিয়ে শূণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অম্ভন্তরে প্রবেশ করে । এসময় ভিত্তিতে ৫৬ বিজিবির সিংরোড বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করেন।
পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক বাংলাদেশের অম্ভন্তরে জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে । এসময় তার কাছ থেকে একাট ভারতীয় রেডমি মোবাইলফোন ও একটি ভারতীয় সিম উদ্ধার করে বিজিবি ।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) কতৃক জানানো হয়, আটককৃত হৃদয় মিঞাকে বিএসএফ এর আবেদনের প্রেক্ষিতে পরিচয় নিশ্চিত পূর্বক পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে । সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বর্পর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালন প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোযেন্দা তৎপরতা অব্যাহত রয়েছে । সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশে প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে বলে জানান তারা ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.