দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে ভাতাভূক্ত আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পক্ষ থেকে এ শীতবস্ত্র আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিস প্রঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন, দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রশিক্ষিকা সৈয়দা শাহানা সুলতানা।
সহযোগিতা করেন কোম্পানী কমান্ডার কাজী সেলিম রেজা। এসময় উপজেলার ১৪টি ইউনিয়ন আনসার কামান্ডারসহ আনাসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা কমান্ডের আয়োজনে দৌলতপুর উপজেলার ৩১ জন ভাতাভুক্ত আনসার সদ্যস্যের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।