Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার মিরপুরে বিদেশি পিস্তুল, গুলি ও ১৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তুল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১৪৮ বোতল ফেনসিডিলসহ আদিল হোসেন (৩২) নামে একজন আটক হয়েছে।

 

২৪ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে মহিষকুন্ডি-কুষ্টিয়া সড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে ট্রাকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় এবং আটক করা হয় অস্ত্র ও মাদক পাচারকারীকে। আটক অস্ত্র ও মাদক পাচারকারী আদিল হোসেন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পূর্ব মহিষকুন্ডি গ্রামের মো. আ. সাত্তার মোল্লার ছেলে।

 

মিরপুর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহিষকুন্ডি-কুষ্টিয়া সড়কের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে মহিষকুন্ডি থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৭১১৬) থামিয়ে তাতে তল্লাশি চালায়। তল্লাশিকালে আদিল হোসেনকে আটক করা হয় এবং তার দেখানো তথ্যে ট্রাক থেকে প্লাষ্টিকের বস্তায় বস্তায় ১৪৮ বোতল ফেনসিডিল ও ১টি বিদেশি পিস্তুল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

Exit mobile version