
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাকারবারীর অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবির গুলি করার ঘটনা ঘটেছে । সে সময় ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করে তারা।
২৩ ডিসেম্বর, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কানাইডাংগা সীমান্তে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৫৮ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তারা জানতে পারে কিছু ভরাতীয় মাদককারবারি মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশ করবে । এ সময় তারা গোপনে অবস্থান করে । এরপর তারা দেখতে পায় ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এরপর বিজিবির নায়েব সুবেদার মো. আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশীয় অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে।
চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশীয় অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলিবর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি জানায়, বস্তা খুলে দেখা যায় ৩৯৭ বোতল ফেনসিডিল রয়েছে । যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা । সে সময় দেশীয় অস্ত্র একটি হাসুয়া ও ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয় ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.