কুষ্টিয়ায় বিভিন্ন মামলার দণ্ডপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে ১০ বছরের দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার দণ্ডপ্রাপ্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

২০ ডিসেম্বর, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল মাদক নির্মূল ও গ্রেফতারি পরোয়ানা জারির আসামি ধরতে অভিযান চালায়। এসময় দৌলতপুর উপজেলার ডাক্তারের মোড় এলাকায় থেকে মাদক মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পলাতক আসামি মো. মশিউর রহমান (৪১) কে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে। সে প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মাঠপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

 

একইদিন বিকেল পৌনে ৫টার দিকে চুরির মামলাসহ পৃথক মামলার ২ বছরের সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডের গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি শাকিল (২৪) কে আল্লারদর্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে পার্শ্ববতী হলুদবাড়িয়া মাষ্টারপাড়া এলাকার মো. রাহাজ উদ্দিনের ছেলে।

 

অপরদিকে, প্রাগপুর বাজার এলাকা থেকে ১ বছরের সশ্রম কারাদণ্ডের গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি শাকিল আহম্মেদ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। সে ভেড়ামারা থানার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পূর্ব মহিষকুন্ডি গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।

 

একইদিন সন্ধ্যারাতে কুষ্টিয়া সদর থানার ডাকাতি মামলার ৪ বছরের সশ্রম কারাদণ্ডের গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি আব্দুর রহিম (৪৫) কে সদর উপজেলার অনুমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সে খাজানগর উত্তপাড়ার হযরত ডাক্তারের বাড়ির পাশ এলাকার মৃত দুদু শেখের ছেলে।

 

গ্রেফতার হওয়া আসামিদেরকে দৌলতপুর ও কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *