কুষ্টিয়ার দৌলতপুরে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হলেও থানায় জমা হয়েছে মাত্র ৬৪ বোতল বোতল।

 

দৌলতপুর উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ব্যাঙগাড়ী মাঠে মাদক উদ্ধার অভিযান চালানো হলে একটি মাইক্রোবাস থেকে এ পরিমাণ মাদক উদ্ধার দেখায় পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেকালা ক্যাম্পের এএসঅই মিজানের নেতৃত্বে একদল টহল পুলিশ চেকপোষ্ট বসিয়ে ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালানোর সময় ধর্মদহ গ্রাম থেকে একটি মাইক্রোবাস নিয়ে আসে পুলিশ। তবে মাইক্রোবাসের চালক ও মাদকের মালিক মাইক্রোবাসে ছিল না বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশরা জানায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাইক্রোবাস ফেলে পালিয়ে গেলে পুলিশ স্থানীয় একজন চালককে দিয়ে মাইক্রোবাসটি ব্যাঙগাড়ী মাঠে নিয়ে যায়। তেকালা ক্যাম্পের টুআইসি এএসঅই মিজান ঘটনাটি দৌলতপুর থানার ওসিকে জানালে দৌলতপুর থানার এসআই বাদশা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে থাকা মাদক উপস্থিত জনতার সামনে সিজার বা গণনা না করে থানায় নেয়।

 

প্রত্যক্ষদর্শী জানান, একটি বস্তায় ভরা ও সিটের নীচে অনেক ফেনসিডিল ছিল। কয়েকজন ছেলে এখানে উপস্থিত ছিল, জুলহাস নামে একজন বস্তা খুলে গুনতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। বস্তা না খুলে ও না গুনে মাইক্রো নিয়ে চলে যায় দৌলতপুর থানা পুলিশ।

 

মাদক উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, ব্যাঙগাড়ী মাঠে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানোর সময় একটি মাইক্রোবাসকে থামতে বলা হলে মাইক্রোবাসের চালক ও মাদকের মালিক মাইক্রোবাস থেকে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি জব্দ করে একটি বস্তা থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাটি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *