
অনলাইন ডেস্ক :
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে শুক্রবার। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
রবিবার (২৯ ডিসেম্বর) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে। এদিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবুল কালাম মল্লিক বলেন, দেশের শীতলতম মাস জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ক্রমান্বয়ে কমতে শুরু করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা কমতে শুরু করবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতিবেগও কিছুটা বাড়তে পারে।
সেই সঙ্গে জানুয়ারি মাসে ঊর্ধাকাশের শীতল বাতাসের নিম্নমুখী বিচরণ ঠাণ্ডা বাড়য়ে দিতে পারে বলে জানান আবুল কালাম মল্লিক। কুয়াশার পরিমাণ ও ব্যপ্তিকালও বাড়বে এ মাসে। এতে সূর্যের আলোর প্রাপ্যতাও কমতে পারে। ফলে শীতও ধীরে ধীরে জেঁকে বসতে পারে জানুয়ারিতে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.