তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রবিবার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে।
অনলাইন ডেস্ক :
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রবিবার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে।
অপর এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্টের পর চূড়ান্ত রিপোর্টও দ্রুততার সঙ্গে করা হবে এবং সেই রিপোর্ট সংবাদমাধ্যমসহ সকলকে জানানো হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সচিবালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে মন্ত্রণালয়ের মধ্যে একটা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে এবং অন্যান্য ক্ষতি হয়েছে। এগুলো হলো- ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক ও যোগযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরে একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক তথ্য পাওয়া গেছে, যার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
রিজওয়ানা হাসান জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডে ফায়ার কর্মী যিনি মারা গেছেন, তার জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.