ডিপি ডেস্ক :
থানা পুলিশ জানায়, এর আগে বুধবার দুপুরে একা ঘরে পেয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে রাকিব ধর্ষণ চেষ্টা চালায়।
এদিকে মামলা দায়েরের পর বিভিন্নভাবে হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন ওই নারী। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন।
মামলার বাদী বলেন, রাকিবের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। বুধবার সন্ধ্যায় তার ভগ্নিপতি রিংকু এসে মামলা না করার জন্য আমাকে হুমকি দিয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাকিব হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।