রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষের কুষ্টিয়া মহাশ্মশানে দাহ কাজ সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা সাংগঠনিক কমান্ডের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষ আর নেই (দ্বিবান লোকান স্ব গচ্ছুত)।

 

পরিবারের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষ। জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষ দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

 

২৫ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২ টায় কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকায় তাঁর নিজ বাসভবন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষের প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে কুষ্টিয়া মহাশ্মশানে তাঁর দাহ কাজ সম্পন্ন করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়।

 

ডিপি/এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *