মেহেরপুরে চাঞ্চল্যকর তাসলিমা খাতুন হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মৃত খোদা বক্সের ছেলে শরিফ উদ্দীন (৬৫) ও তার ছেলে সবুজ হোসেন (২৯)।
শনিবার বিকালে র্যাব-১২ এর মেহেরপুরের (গাংনী) ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের তাসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত লাশ বাড়ির পাশের একটি বিলের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে সদর থানা পুলিশের একটি দল। আগের দিন তাসলিমা নিজ বাড়ি থেকে পুকুর দেখতে গিয়ে নিখােঁজ হয়েছিল।
এ ঘটনায় তাসলিমার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা ওই মামলার আসামি। গ্রেফতার আসামিদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.