শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সুবল প্রামানিক জানান, শুক্রবার রাতে আমার দোকানে হালখাতা ছিল।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সুবল প্রামানিক জানান, শুক্রবার রাতে আমার দোকানে হালখাতা ছিল।
তিনি আরো বলেন, ডাকাতদের হাতে থাকা অস্ত্রের পেছন দিয়ে সবাইকে আঘাত করেন। এতে করে আমার মেয়ে মিতা রায়, স্ত্রী লিপিকা বিশ্বাস, জামাই অরুন রায়, প্রতিবেশী সুনিল হালদার ও আমি নিজে আঘাতপ্রাপ্ত হই।
স্থানীয় তালসার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সমির কুমার বলেন, রাত ১১টা ৫ মিনিটের সময় অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। বলেন ঘাঘা পাড়ায় কিসের শব্দ হচ্ছে। এরপর তিনি ফাঁড়ির জরুরি পার্টিকে ঘটনাস্থলে যেতে বলি। পরে মোটরসাইকেল যোগে আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম। এরপর বিষয়টি ওসি স্যারকে জানাই।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে তিনি গ্রাম্য পশু চিকিৎসক। তিনি বলছেন দস্যুরা ২ লাখ টাকা নিয়ে গেছেন। ওই ঘটনায় ভুক্তভোগী এখনো পর্যন্ত মামলা বা অভিযোগ করেননি। তবে আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.