অনলাইন ডেস্ক :
অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মহসিন মণ্ডল। তার বাড়ি নওগাঁর পলিপাড়া গ্রামে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিগত প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট এলাকার এক বাড়িতে আত্মগোপনে থেকেছিল সে। এ নিয়ে এ এলাকা থেকে এক সপ্তাহে তিন বাংলাদেশি গ্রেপ্তার হয়।
এদিকে গ্রেপ্তার মহসিনকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে মহসিন কী উদ্দেশ্যে ভারতে এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.