কুষ্টিয়া প্রতিনিধি :
খেলাপি ঋণ আদায়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল কুষ্টিয়ায় । ঋণ গ্রহীতা দুই চাল ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারারী। মাইক হাতে শীর্ষ কর্মকর্তারা বক্তব্যও দিয়েছেন। ঋণ আদায়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হযেছে বলে জানিয়েছেন তাঁরা।
শনিবার (২৮ ডিসেম্বর) ছুটির দিন ব্যাংক বন্ধ থাকায় কুষ্টিয়ার এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা ঋণ গ্রহীতাদের বাড়ির সামনে গিয়ে এই কর্মসূচি পালন করেন। ঋণ গ্রহীতার ছবিযুক্ত ব্যানার হাতে নিয়ে তারা মানববন্ধনও করেন। বেলা ১১ থেকে দুপুর ১টা একটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় ঋণখেলাপি রাশিদুল ইসলাম এবং পুলিশ লাইনের সামনে ইউনুস আলীর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও একই কর্মসূচি পালন করেন।
ব্যাংক কর্মকর্তা মইনুল হোসেন বলেন, শত চেষ্টা করেও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হচ্ছে না। সামাজিক চাপ প্রয়োগের জন্যই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।