Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণার মৃত্যু

অনলাইন ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) পরলোক গমন করেছেন। 

রবিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি জানান, বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়ি ঝর্ণা রায় মারা যান।

মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান নিপুণ।

Exit mobile version