অনলাইন ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আগামীকাল সোমবার।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পরদিন মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমতে পারে।