অনলাইন ডেস্ক :
অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ রবিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল করতে হলে একজন করদাতাকে ই-রিটার্ন পোর্টালে প্রথমে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না—তাদের জন্য এনবিআর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। করদাতারা এনবিআরের দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), এনবিআরের সপ্তম তলা (লিফটের-৬), রুম নং-৭১৭ স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন করবেন। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন ই-রিটার্ন সিস্টেম এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে অনলাইনে রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ১০ লাখ ছাড়িয়েছে। জরিমানা ছাড়াই করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইনে সহজে রিটার্ন দাখিল করতে পারবেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.