কুষ্টিয়ার দৌলতপুরে দাম বেড়েছে পেঁয়াজের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

সপ্তাহখানেক আগে থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ।

শুরুতে দাম কম থাকায় কয়েক দফা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা। তবে হঠাৎ গেল তিনদিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।

চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এদিন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে।

পরে প্রতিদিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি পেয়ে গত শনিবার ও রোববার সকাল পর্যন্ত কেজিপ্রতি দাম বেড়ে পাইকারি বাজারে ৪৩ থেকে ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

রোববার সকাল দশটার দিকে উপজেলার তারাগুনিয়ায় বড় পাইকারি সবজি বাজারে সরেজমিনে দেখা যায় চাষিদের কাছ থেকে ৪৫-৪৬ টাকা দরে কেনা হচ্ছে নতুন মুড়িকাটা পেঁয়াজ।

পাইকারি ব্যাবসায়ী শহিদুলের কাছে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে তিনি বলেন, ২৫ তারিখের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফায়। আজ রোববার সকাল ১১টা পর্যন্ত আমরা ৪৬ টাকা দরে চাষিদের পেঁয়াজ কিনেছি। তবে আমদানির উপর নির্ভর করবে বাজার দর।

দবির হোসেন নামের এক পেঁয়াজ চাষি বলেন, বর্তমান যা বাজার এইদামে পেঁয়াজ বিক্রি করলে শুধু খরচ তোলা সম্ভব তবে কোন লাভ হবে না।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, এবার উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মুড়িকাটা পেঁয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *