ভারতের নারীদের কাছেই বিশ্বের ১১ শতাংশ স্বর্ণ

অনলাইন ডেস্ক :

 

বিশ্বের কোথায় কত স্বর্ণ রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় মহিলাদের কুক্ষিগত।

পরিসংখ্যানে এও বলা হয়েছে যে, ভারতীয় নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ স্বর্ণ হবে না। যুক্তরাষ্ট্রের সঞ্চয়ে ৮০০০ টন স্বর্ণ মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন স্বর্ণ। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন স্বর্ণ, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নারীদের কাছে বেশি স্বর্ণ রয়েছে। দেশের নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে দেশের মহিলাদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

প্রসঙ্গত, ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে স্বর্ণের গুরুত্ব অপরিসীম। বিয়ে এবং অন্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসাবে স্বর্ণর অলঙ্কার দেওয়ার চল রয়েছে এই দেশে। তা ছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসাবেও অনেকে স্বর্ণ কিনে রাখেন। ভারতের আয়কর আইন অনুযায়ী, এক জন বিবাহিত নারী নিজের কাছে সর্বাধিক ৫০০ গ্রাম এবং অবিবাহিত নারী সর্বাধিক ২৫০ গ্রাম স্বর্ণ রাখতে পারেন। এর বেশি পরিমাণ স্বর্ণ রাখলে আয়কর দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পুরুষদের জন্য এই পরিমাণ মাত্র ১০০ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *