অনলাইন ডেস্ক :
এই সময়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে কি না জানতে চাইলে শাহানাজ সুলতানা বলেন, ‘এখনই বড় পরিসরে আমরা শৈত্যপ্রবাহের আশঙ্কা করছি না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে মঙ্গলবার। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রাও। আগামীকাল বুধবারও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপ তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি। পরদিন বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
এদিকে দেশের উত্তরাঞ্চলে কুয়াশা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর পর্যন্ত উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আগামী বুধবার থেকে কুয়াশার ঘনত্ব ও ব্যাপ্তিকাল বাড়তে পারে সারা দেশেই। মধ্যারাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশেই।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।