কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ গড়াই রেল ব্রিজের নীচ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।
সোমবার ভোরে কুমারখালী উপজেলার লাহিণী পাড়া গড়াই রেলসেতুর নীচ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গড়াই নদীর রেল ব্রিজের নিচে নদীর চরে আনুমানিক ৭০ বছর বয়সের এক বৃদ্ধের লাশ পরে থাকতে দেখে তারা কুমারখালী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান শেখ ঘটনা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাতে যেকোন সময় চলন্ত ট্রেন থেকে ওই অজ্ঞাত বৃদ্ধ ব্রিজের নিচে পড়ে যেয়ে নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.