কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি

ডিপি ডেস্ক :

 

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

 সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০১.২৪-৬১৪ নম্বর স্মারকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

 

অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন ডিসি হিসেবে পদায়ন হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *