কুষ্টিয়া প্রতিনিধি :
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বহালবাড়িয়া এলাকার তোফাজ্জেল গাইনের ছেলে বিটু গাইন (৪৫) ও মৃত হারেস পরামানিকের ছেলে খোরশেদ গুড়া (৮০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান রাজশাহীর দিকে যাচ্ছিল।
এ ঘটনার পর সড়কটিতে দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিরপুর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার শিকার হওয়া কাভার্ড ভ্যানটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বহালবাড়ি এলাকায় কুষ্টিয়া রাজশাহী মহাসড়কে ট্রাকের চাপাই দুজন ভ্যান যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।