অনলাইন ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত।
শাহানাজ সুলতানা জানান, ৪ ও ৫ জানুয়ারি (শনি ও রবিবার) আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার দুই দিনের জন্য তা কমতে পারে।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৮ ডিগ্রি। আগের দিনের তুলনায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২.৪ ডিগ্রি।ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহত সৈয়দপুরে
ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় গতকাল নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সকাল ৬টার দিকে তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস ও ভিজিবিলিটি ৫০০ মিটার রেকর্ড করা হয়। ফলে সকালের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুপুর পৌনে ১টার দিকে আবার ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বলে জানান সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।