ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে অসহায় গরিব দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) বিকাল ৩ টার সময় মোকারিমপুর ইউনিয়ন গোলাপনগর মুকুল ক্লাব চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহাজান আলী, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ভেড়ামারা উপজেলা পরিষদ ও সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন– শিহাবুল ইসলাম, সাবেক সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন– জাহিদ হোসেন যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখা, মনিরুজ্জামান জুয়েল আহ্বায়ক জাতীয়তাবাদীর সেচ্ছাসেবক দল ভেড়ামারা উপজেলা শাখা, আব্দুস সালাম সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির বাহাদুরপুর ইউনিয়ন শাখা, কামরুজ্জামান জামাল সাবেক সাধারণ সম্পাদক যুবদল বাহাদুরপুর ইউনিয়ন শাখা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, ওয়াসিম আকরাম সদস্য সচিব আমার উপজেলা ছাত্রদল, বাচ্চু মিয়া সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল ভেড়ামারা শাখা,মনজুরুল ইসলাম দুলাল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাকশী পাবনা, প্রধান পৃষ্ঠপোষকতায় আব্দুস সালাম সিঙ্গাপুর যুবদল অ্যাসোসিয়েশন,সঞ্চালনায় ছিলেন আতিয়ার রহমান যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ভেড়ামারা উপজেলা শাখা সার্বিক তত্ত্বাবধানে শহিদ জিয়া স্মৃতি সংসদ মোকাররমপুর ইউনিয়ন।
কম্বল নিতে আসা আছিয়া খাতুন জানান, আমি খুব গরিব মানুষ কোন দিন কোন মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে কম্বল পায় নাই এই প্রথম কম্বল পেয়ে আমি খুশি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.