অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে এপিএ বাস্তবায়ন

অনলাইন ডেস্ক :

 

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার।  

বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সরকারি কর্মসম্পাদনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতকল্পে বিদ্যমান ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ কাঠামো পুনর্গঠনের উদ্দেশে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিস্তারিত পর্যালোচনা করে মতামতসহ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।  

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

অব্যাহতির সংস্কৃতি পরিহার করে ভ্যাটের আওতা বাড়ানো, কমানোর হার ক্রমান্বয়ে সংকোচন করে আদর্শ হারে উন্নীতকরণ, কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বাড়ানোর লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এ কতিপয় সংশোধনী এনে করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বিমান টিকিটের আবগারি শুল্ক যৌক্তিকীকরণ

কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বাড়ানোর লক্ষ্যে বিমান টিকিটের আবগারি শুল্ক যৌক্তিকীকরণ করার উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে দ্য এক্সারসাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট, ১৯৯৪ এর কতিপয় সংশোধনী এনে এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *