Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা ও ডিবি পুলিশের একটি দল। একটি প্রাইভেটকার নিয়ে চক্রটি নিজেদের ডিবি পুলিশ, র‌্যাব ও সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতো।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-পটুয়াখালীর বাউফল থানার বিলবিলাস গ্রামের মৃত চান্দু মল্লিকের ছেলে হারুন মল্লিক (৪২), নড়াইলের কালিয়া থানার বিলবাউস গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে মতিয়ার রহমান মোল্লা (৫৫), নাটোরের সদর থানার পারহাটঘড়িয়া গ্রামের মৃত আজাহার শেখের ছেলে মো. হাসান (৩৫), ফরিদপুরের সদর থানার দক্ষিণ টেপখোলা গ্রামের মৃত বদর উদ্দিন মল্লিকের ছেলে টিটু মল্লিক (৪৫) ও মাগুরার মহাম্মদপুর থানার বালিদিয়া গ্রামের মুরাদ মোল্লার ছেলে শহিদুল মোল্লা (২০)।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, আটক আসামিরা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে নিজেদের কখনো ডিবি পুলিশ, কখনো র‌্যাব আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক চুরিসহ নানা অপকর্ম করতো। এই চক্র গত ১ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহর থেকে জাহাঙ্গীর আলম নামে এক চালকের যাত্রীবেশে কৌশলে ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

পরে চালক জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করলে পুলিশ অনুসন্ধানে নামে। আটক আসামিদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি চোরাই ইজিবাইক, মাস্টার কী, একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version