Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাসেবক সংগঠনের কম্বল বিতরণ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

‘মানুষের কল্যাণে, মানুষের পাশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সময়ের বাতিঘর একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপোগ্রাম ইউনিয়নের বড়ইচারা (ইন্দারা মোড়) যুব সমাজের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা জামাতের আমির মো. নজরুল ইসলাম, গোপগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি, মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন শেখ, মো. রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক সংগঠন সময়ের বাতিঘরের সভাপতি মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

Exit mobile version