কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাদের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম জুমারত আলী মন্ডল (৪৭)।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক এবং ওই গ্রামের মৃত ছাবদার আলী মন্ডলের ছেলে। প্রায় একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করার সময় পৈত্রিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই বড় ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী (জিয়ারত আলীর ছেলে) অতর্কিতভাবে শাবল রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন জুমারত আলী মন্ডল। এ ঘটনায় জুমারত আলী মন্ডলের ছেলে মেহেদী হাসান হত্যা চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। জুমারত আলী মারা যাওয়ায় ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুই আসামি কারাগারে রয়েছেন।