‘ রিয়াল মাদ্রিদের হয়ে খেলা উচিত নেইমারের ’

খেলার খবর : ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস মনে করেন, নেইমারের খুশিমনেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলা উচিত। বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদের অবস্থানের কথা মাথায় রেখেই এই মন্তব্য করেছেন রিয়ালের সাবেক খেলোয়াড় কার্লোস।

চলতি মৌসুমের শুরুতে নেইমারকে পাওয়ার জন্য লড়াইটা ছিল মূলত দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। যদিও, পিএসজি থেকে নেইমার শেষ অবধি কোনো ক্লাবেই যাননি।

কার্লোস বলেন, ‘নেইমার রিয়াল মাদ্রিদে এসে খুশিই হবেন। রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। যে কোনো খেলোয়াড় রিয়ালের জার্সি পরতে মুখিয়ে থাকবে। আমি মনে করি নেইমারও এর ব্যতিক্রম নয়।’

রবার্তো কার্লোস অবশ্য নেইমারের পিএসজিতে থেকে যাওয়াতেও কোনো সমস্যা দেখছেন না। বললেন, ‘নেইমার এখন প্যারিসে সুখেই আছে। কিছুদিনের মধ্যেই সে নিজেকে ভালোভাবে প্রমাণ করবে এবং বিশ্বসেরা হবে।’

রবার্তো কার্লোস স্বদেশি নেইমারকে বিশ্বসেরাদের কাতারেই রাখছেন। এই তালিকায় তিনি নেইমারকে মেসি, রোনালদোদের সমকক্ষ বলে মনে করছেন। তিনি বলেন, ‘এই সময়ে (লিওনেল) মেসি, ক্রিশ্চিয়ানো (রোনালদো), নেইমার ও (কিলিয়ান) এমবাপ্পেকে কোনো সন্দেহ ছাড়াই বিশ্বের সেরা চার খেলোয়াড় বলা যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *