কুষ্টিয়ায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 কুষ্টিয়ায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু। এছাড়াও জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশে জাতীয় পার্টির আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভার পর এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পার্টির নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *