কুষ্টিয়ার দৌলতপুরে পিএম কলেজের অধ্যক্ষের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে পিএম কলেজের অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

১ জানুয়ারি, বুধবার বেলা ১১টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের স্থায়ী বহিষ্কারের দাবিতে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম, সহকারী অধ্যাপক সরোয়ার হোসেন ও সহকারী অধ্যাপক রেজানুর রহমান।

 

এসময় বক্তরা অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলেন, দীর্ঘ সময় ধরে তিনি নানা অনিয়ম, দুর্নীতি, অপকর্মের সাথে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেলেও বর্তমানে বিভিন্নভাবে কলেজের শিক্ষক কর্মচারীদের হুমকি ধামকি দিয়ে আসছেন। খুনি হাসিনার আজ্ঞাবহ, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারীদের পৃষ্ঠপোষক ও পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নানের স্থায়ী বহিষ্কারের দাবি করেন তারা। মানববন্ধনে অংশ নেয় পিএম কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *