অনলাইন ডেস্ক :
আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
এছাড়া ২ মার্চের মধ্যে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।”
এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।
এদিকে, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।
গত বছরের তুলনায় এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।
খসড়া তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ৪১৫ জন।
এছাড়া হিজরা ভোটারের সংখ্যা ৯৯৪ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭ জানুয়ারি পর্যন্ত ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানো যাবে।
আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন ৩০ জানুয়ারি।
এবার সাতটি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “তালিকায় ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।”
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.