‘ মাদক বিক্রেতার বাড়ি চিহ্নিতকরণ একটি আন্দোলন ’

ন্যাশনাল ডেস্ক : ফেনীতে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে তাদের বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে পরশুরাম ও ফুলগাজীর দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে ওই সাইনবোর্ড লাগানো হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চিহ্নিত করে দিতেই ওই সাইনবোর্ড লাগানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সূত্র জানায়, বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরশুরাম থানার সীমান্ত এলাকা দুবলার চর থেকে জসিম উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিল, ইয়াবাসহ গ্রেফতার করে। শুক্রবার বিকেলে বিজিবি সদস্যরা জসিম উদ্দিনের বাউরখুমা গ্রামের বাড়ির সামনে ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’ লেখা সাইনবোর্ড লাগিয়ে দেয়। একইভাবে শুক্রবার বিকেলে ফুলগাজীর জয়ন্তনগর গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়িতে সাইনবোর্ড লাগানো হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে সাত-আটটি মাদকের মামলা এবং তার স্ত্রীর নামে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান সাইনবোর্ড লাগানোর কথা স্বীকার করে বলেন, বিজিবি দেশকে মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন মানুষ যেন মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের চিহ্নিত করা হলে সমাজে তাদের প্রতিপত্তি কমে আসবে, মানুষ তাদের বয়কট করবে। তিনি আরও বলেন, হাতেনাতে ধরা পড়লেই মাদক ব্যবসায়ীদের বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *