চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সাথে যোগ হয়েছে উত্তরের হিমেল হাওয়া। ফলে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে এ জেলায়।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যেটি সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
কনকনে ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই তাদের কাজে যেতে হচ্ছে। সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। সকালে কোথাও কোথাও আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শীতের এই তীব্রতা আরো দু’একদিন থাকতে পারে। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চুয়াডাঙ্গায় একটানা তিনদিন মৃদু শৈতপ্রবাহ বয়ে যায়।