সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, যা জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক :

 

সম্প্রতি সমন্বয়ক পরিচয় দিয়ে ফেনীতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার হয়েছেন ওমর ফারুক শুভ নামে এক যুবক। গত মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

এদিকে, অভিযুক্ত ওমর ফারুকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। সংগঠনটির দপ্তর সেলের সদস্য শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা কেলেংকারির দায়ে সাম্প্রতিক সময়ে সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক পরিচয়ে ওমর ফারুক শুভ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

‘এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামযা মাহবুবের নামে চাঁদাবাজি করার অডিও কথোপকথনটি আমাদের দৃষ্টি এড়ায়নি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিজ্ঞপ্তিতে আরো বলেছে, ‘ওমর ফারুক শুভ নামক ব্যক্তির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় থাকলেও পরবর্তীতে নীতিবরুদ্ধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় আগেই সকল রকমের সাংগঠনিক যোগসূত্রতা থেকে তাকে পরিহার করা হয়েছে।


‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামযা মাহবুবের নামে চাঁদাবাজির অপরাধের দায় পরিপূর্ণরুপে ওমর ফারুক শুভর ওপর বর্তায়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো কর্মকাণ্ড সমর্থন করে না। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উক্ত অপরাধীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *