Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রবিবার দেশে ফিরছেন ৯০ জেলে, ভারতে ফিরবেন ৯৫ জন

অনলাইন ডেস্ক :

 

বাংলাদেশ ও ভারতে আটকে থাকা ১৮৫ জন জেলেকে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

 

২ জানুয়ারি, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রবিবার আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ভারতে বন্দি রয়েছেন। আর বাংলাদেশের কারাগারে আছেন ৯৫ জন ভারতীয় জেলে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক খবরে বলা হয়, ভারতীয় জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে ১০ ডিসেম্বর ৭৮ নাবিকসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড। এরপর তাদের উড়িষ্যার প্যারা দ্বীপে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এর আগে সেপ্টেম্বরে আটক হন আরও ১২ জন বাংলাদেশি জেলে, যখন তাদের ট্রলার ভারতের জলসীমায় ডুবে যায়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। সেগুলোয় মোট ৯৫ জন জেলে ছিলেন।

 

গত ২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ভারতের ৯৫ জেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং তাদের ট্রলার ফিরিয়ে দেওযার সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

বাগেরহাট ও পটুয়াখালীর কারাগারে থাকা ওই ৯৫ জন জেলের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার খবর দুই দেশের সংবাদমাধ্যমেও এসেছে।

 

গত ৩১ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়, বাংলাদেশে আটক থাকা ৯৫ ভারতীয় জেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

 

বেশির ভাগ জেলেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা বলেও খবরে তুলে ধরা হয়।

Exit mobile version