
বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় মেডিক্যাল এবং সার্জিক্যাল আইটেমসহ বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের বিশেষ ইউনিট ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) টিম। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউসের দলটি স্থলবন্দর হতে লোড হয়ে আসা অবৈধভাবে আমদানিকৃত অর্ধ কোটি টাকার পণ্যবোঝাই ট্রাকটি হাউসের চেকপোস্ট অতিক্রম করার আগেই জব্দ করে।
পণ্য চালানটি আটকের সত্যতা নিশ্চিত করেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর। অবৈধ এই পণ্য চালানটি আটকে আবু সালেহ আব্দুন নুরের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন সহকারী রাজস্ব কর্মকর্তা তানভির আহমেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা ইমদাদ হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইআরএম সূত্রমতে, এই অবৈধ পণ্যের আমদানিকারক হলো ইউএস এন্টারপ্রাইজ, বেনাপোল, যশোর, রপ্তানিকারক হলো গীতা এন্টারপ্রাইজ ভারত। পণ্যটি ছাড়করণের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট মেসার্স আলতাফ এন্ড সন্স।
অবৈধভাবে আমদানিকৃত এই সকল পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সার্জিক্যাল আইটেম, ওষুধ ও সানগ্লাস, যার বিল অব এন্ট্রি নম্বর-১১৪৭৬৪।
এই ব্যাপারে কাস্টমস হাউসের সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর মিডিয়াকে বলেন, আগে থেকে খবর পাওয়া যায় যে, বন্দরের ৩৫ নম্বর শেড থেকে কায়িক পরীক্ষা শেষে গেটপাস ছাড়াই ঘোষিত পণ্যের সঙ্গে ঘোষণাবহির্ভূত মেডিক্যাল ইকুপমেন্ট, সানগ্লাস, সার্জিক্যাল গুডস ও বিভিন্ন ধরনের উন্নত মানের মেডিসিনসহ পণ্যবোঝাই চালানটি কাস্টমস হাউসের চেকপোস্টে আসছে।
সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির পণ্যচালানটি কাস্টমস-বিজিবি যৌথ চেকপোস্ট অতিক্রম করার পূর্বেই কাস্টমস কর্মকর্তারা তৎপরতার সঙ্গে গাড়িসহ আটক করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.