১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নিয়ম করছে ভারত

অনলাইন ডেস্ক :

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে নতুন একটি আইন করছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এই পদেক্ষপ নেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ‘ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩’ নামের এ আইনটির খসড়াও প্রকাশ করা হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, যদি কোনও অভিভাবক তার সন্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দিতে চান তাহলে তাদের সরকারিভাবে অনুমতি দিতে হবে।

বয়স যাচাই এবং অনুমতি প্রদানের ব্যবস্থা রাখতে হবে প্রতিটি সামাজিকমাধ্যম প্ল্যাটফর্মে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।  

বাবা-মায়ের অনুমতিসাপেক্ষে অনূর্ধ্ব ১৮ নাগরিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুললে কী সুবিধা বা অসুবিধা হতে পারে, সে বিষয়ে জনসাধারণের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারির পর থেকে মতামত যাচাই ও গ্রহণ করা হবে।

 

কিন্তু সমাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে বাবা-মায়ের অনুমতি যে নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া একটি বড় প্রশ্ন। খসড়া আইনে এ প্রসঙ্গে বলা হয়েছে, এ ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র বা আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুকল্যাণ সংস্থার ক্ষেত্রে কিছু নিয়মে ছাড় দেওয়া হবে। এর ফলে, শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে।

খসড়ায় আরো বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়লে ব্যবহারকারী সংশ্লিষ্ট সংস্থার কাছে ওই তথ্য মুছে দেওয়ার দাবি জানাতে পারবেন, চাইতে পারবেন কৈফিয়তও। তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে খসড়া আইনে। কোনও ভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে সর্বোচ্চ ২৫০ কোটি রুপি  জরিমানার প্রস্তাবও করা হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, টিভি৯ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *