কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুত্র নিহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুত্র সাদিক আমিন সৌমিক জোয়ার্দ্দার (২০) নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে ওই কলেজ শিক্ষার্থীকে।

 

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৪ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সৌমিক।

 

সৌমিক জোয়ার্দ্দার মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দারের একমাত্র ছেলে।

 

নিহতের পরিবার সূত্র জানায়, সৌমিকসহ তিন বন্ধু বিকেলে মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু আহত হয়। এর মধ্যে সৌমিকের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর শনিবার (৪ জানুয়ারি) ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকেলে জানাযা শেষে তাকে ওয়াপদা কবরস্থানে দাফন করা হয়।

 

সৌমিকের মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *