অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাসপোর্টে বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এটার সমাধান করতে হবে। এজন্য এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই আমরা ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।’
সোমবার পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্টজনিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা পাসপোর্ট সম্পর্কে জানেন। এটি নিয়ে অনেকে অনেক কথা লিখে। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের যেন সেবার মান আরও বাড়ে। এটাই তাদের (পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা) কাছে বলা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানে আগে যেই দুর্নীতি হতো, নতুন মহাপরিচালক (ডিজি) আসার পর অনেকটা কমেছে। এটাকে আরও কমিয়ে আনতে হবে। এখনও পাসপোর্ট পেতে অনেক লোকজনকে সমস্যায় পরতে হচ্ছে। এটাকে কীভাবে আরও কমিয়ে আনা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিকে বলা হয়েছে এটা কমিয়ে আনার জন্য। দুর্নীতি জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি।’
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।’
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.