Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে অস্ত্রসহ একজন নারী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

 

রাজবাড়ীতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ মোছা. রুসনী খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মাসুদ রানার স্ত্রী।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের রুসনীর বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে রুসনীর গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, অবৈধ অস্ত্র হেফাজতে রাখার সংবাদ প্রাপ্তিতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে রুসনীর স্বামীর বসতবাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, গুলি ও ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার রুসনীর নামে দুটি মাদক মামলা এবং তার স্বামীর নামে চুরি, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। গ্রেফতার রুসনীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version