রাজবাড়ী প্রতিনিধি :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। মেলায় ২১টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলসমূহ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, স্থানীয় ঐতিহ্য, সাহিত্য ও সংষ্কৃতি, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া মেলায় রাজবাড়ীর ঐতিহ্যবাহী খাবারের স্টল রয়েছে। উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী-অভিভাবক এবং সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী মেলার মাঠে এসে জড়ো হন।
মেলায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর কলেজ প্রাঙ্গনে মেলা হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মেলায় আসছেন। মেলায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের স্টলে জুলাই থেকে আগস্ট মাসে আন্দোলেন ভিডিও চিত্রসহ প্রদর্শন করা হচ্ছে। মেলায় বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।
মেলায় কলেজ ছাত্রদলের পক্ষ থেকে একটি স্টল রাখা হয়েছে। স্টলে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা বইয়ের পাশাপাশি সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর বিভিন্ন বই রাখা হয়েছে। মেলায় পিঠা ও খাবারের দোকান রয়েছে। সব মিলিয়ে মেলায় তারুণ্যের ঢল নেমেছে বলে জানান শিক্ষার্থীরা।
তারুণ্য মেলার আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন খান বলেন, আমাদের চার দফা নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের পাশাপাশি মেলায় ২১টি স্টল অংশগ্রহণ রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলায় চলবে। আগামী ৯ জানুয়ারি বিকালে তিন দিনব্যাপী মেলা শেষ হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.